শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

ইরানে আমেরিকার হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা চালাতে প্রস্তুত হুথিরা

ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর লোহিত সাগরে চলাচলকারী মার্কিন জাহাজে হামলার জন্য প্রস্তুত ইয়েমেনের হুথি যোদ্ধারা।

আজ রবিবার (২২ জুন) টাইমস অব ইসরাইলের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হুথিরা।

বিবৃতিতে হুথি জানিয়েছে, ওয়াশিংটন ইরানে হামলা চালালে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছিল সশস্ত্র শাখা। তারা এই প্রতিশ্রুতিকে সমর্থন করে।

এতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর ঘোষণার প্রতি ইয়েমেন প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি আমরা নিশ্চিত করছি যে, লোহিত সাগরে আমেরিকান জাহাজ এবং যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং দ্রুত শেষ হোক—এই মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘একটি-দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়।’

হুথির এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে, যখন এর কিছু ঘণ্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে, ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান, তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুথির টার্গেটে পরিণত হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img