মুসলিমদের উত্থান আসন্ন বলে মন্তব্য করেছেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার ও ইতিহাসবিদ ড. আলি আস-সাল্লাবী।
রবিবার (২২ জুন) আফগান ও সিরিয়ার যুদ্ধজয়ী ঐতিহাসিক সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে এক ফেসবুক বার্তায় তিনি একথা বলেন।
সিরিয়া ও আফগান জনগণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মুসলিম উম্মাহর প্রিয় দুই জাতি অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। আজ যা ঘটছে তা মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এই ইশারা হতে পারে যে, “মুসলিমদের উত্থান আসন্ন। নিশ্চয় বিজয় ও মর্যাদার পথ কেবল ধৈর্য, অবিচলতা, ধীরস্থির সংগ্রাম, দৃঢ় সংকল্প ও অনড় ইচ্ছাশক্তির মাধ্যমেই অতিক্রম করা যায়। কিন্তু তোমরা এমন এক জাতি, যারা তাড়াহুড়া করো।”
তিনি আরো বলেন, সিরিয়া ও আফগানিস্তানে যা ঘটেছে তা উম্মাহর গভীর পরিবর্তনের অংশ, আমাদের (মুসলিম) জাতি বর্তমানে যার মধ্যদিয়ে যাচ্ছে। এটি উম্মাহর জাগরণের পূর্বাভাস।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ২১ জুন শনিবার তুরস্কে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর ৫১ তম অধিবেশনের ফাকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আস’আদ হাসান শাইবানীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগান পররাষ্ট্র মুখপাত্র হাফেজ জিয়া আহমদ তাকাল জানান, বৈঠকে তারা কুশল বিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। আফগান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
দীর্ঘ ও কঠিন লড়াইয়ে সাফল্য অর্জন ও নিজ নিজ দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
প্রেসিডেন্ট আহমদ শার’আ ও ইমারাতে ইসলামিয়ার সরকার উভয়ে নিজেদের চ্যালেঞ্জগুলো উতরে যেতে ও ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।