বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

কাতার, আমিরাতের পর এবার আকাশসীমা বন্ধ করলো কুয়েত

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে তাৎক্ষণিক আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিলো কুয়েত সরকার।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে কুয়েত সরকার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

সোমবার (২৩ জুন) এক জরুরি বিবৃতিতে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, “আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনার পর আমাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

এর আগে কাতার ও সংযুক্ত আরব আমিরাতও নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের আকাশসীমায় সতর্কতা আরোপ করে আংশিক নিয়ন্ত্রণে নেয়।

বিশ্লেষকদের মতে, ইরান-আমেরিকা সংঘর্ষের জেরেই উপসাগরীয় দেশগুলো এই ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img