শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

শিগগিরি গাজ্জায় যুদ্ধবিরতি হবে: ট্রাম্প

গাজ্জা উপত্যকায় খুব শিগগিরি যুদ্ধবিরতি হবে বলে দাবি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, গাজ্জায় যুদ্ধবিরতির বিষয়টি খুব কাছে এবং শিগগির খুব ভালো খবর আসতে পারে।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে গাজ্জার বিষয়ে আমরা বড় অগ্রগতি করছি। বিশেষ করে ইরানে আমরা যে হামলা চালিয়েছি, সেটার পর।

তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা গাজ্জায় ইসরাইলি জিম্মিদের মুক্তির সম্ভাবনাও কিছুটা বাড়িয়েছে। এটি কিছুটা সহায়তা করেছে। তবে সত্যি বলতে, এর আগেই আমরা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলাম।

তিনি আরও বলেন, আমেরিকার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার এই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে বলেছেন গাজ্জার যুদ্ধবিরতির বিষয়টি খুবই কাছে। স্টিভ এই বিষয়ে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ