বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

শহীদদের রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষা করা সব আফগানের দায়িত্ব : আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী বলেছেন, “দেশের স্বাধীনতা ও মুক্তি শহীদদের পবিত্র রক্তের ফল। এই স্বাধীনতা ও মুক্তি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। প্রতিটি আফগানের দায়িত্ব হলো এই স্বাধীনতা রক্ষা করা। দেশের স্বাধীনতা সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি কপিসা প্রদেশ সফরের সময় শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন। সভায় তিনি শহীদদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের উত্তরাধিকারীদের খোঁজখবর নেওয়ার ওপর আলোকপাত করেন। তিনি শিক্ষা, উন্নয়ন এবং অন্যান্য অগ্রগতিমূলক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়েও বক্তব্য দেন।

সিরাজুদ্দীন হক্কানী আরও বলেন, “গত ২০ বছরের দখলদারিত্বের সময় কপিসা প্রদেশের জনগণ যে আর্থিক ও জানমালের কুরবানী দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা এই ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

সফরের সময় তিনি কপিসা প্রদেশের উপজাতীয় নেতা, ওলামা, মুজাহিদিন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন।

এ সময় কপিসা প্রদেশের গভর্নর বলেন, “মুজাহিদিন এবং দায়িত্বশীল কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে কাজ করছেন। আমরা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন এবং ইসলামী শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আমরা ইসলামী শাসনব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি। সার্বিক নিরাপত্তা, ঐক্য এবং স্থিতিশীলতা আফগান জনগণের দীর্ঘদিনের আশা ছিল, যা ইসলামী আমিরাতের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হয়েছে।

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img