বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

কাজাখস্তানে নিষিদ্ধ হলো বোরকা-হিজাব

৭০ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে নিষিদ্ধ করা হয়েছে বোরকা ও নিকাব। দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাস করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ।

বুধবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

আইনে বলা হয়েছে, যে সব পোশাক মুখ শনাক্ত করতে বাধা দেয় সেগুলোকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির সরকার বলছে, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে।

এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img