রবিবার | ২৩ নভেম্বর | ২০২৫

চুয়াডাঙ্গায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা কর‌ল বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার (২ জুলই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ কয়েকজন গরুর ঘাস কাটাতে সীমান্তের কাছে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img