বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলি হামলায় গাজ্জার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক সপরিবারে শহীদ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ও উত্তর গাজ্জার ২ কার্ডিওলজি বিশেষজ্ঞদের অন্যতম ডা. মারওয়ান আস-সুলতান পরিবার সহ শহীদ হয়েছেন।

বুধবার (২ জুলাই) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ গাজ্জারর তেল আল-হাওয়া এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় উত্তর গাজ্জার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আস-সুলতান তার স্ত্রী ও পাঁচ সন্তান সহ শাহাদাত বরণ করেছেন। আমরা ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আস-সুলতান ও তার পরিবারের সদস্যের শাহাদাতে শোক প্রকাশ করছি।”

বিবৃতিতে আরো বলা হয়, “চিকিৎসক ও মানবিক কর্মীদের বিরুদ্ধে জায়োনিস্ট ইসরাইলের প্রতিটি অপরাধ চলমান নৃশংস গণহত্যা ও ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি তুলে ধরে।”

আল-শিফা হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেন, ইসরাইলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের মৃত্যু গাজ্জার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের একটি নতুন অপরাধ।

তিনি ডা.মারওয়ানের মাহাত্ম্য ও শাহাদাতের ক্ষতি বুঝাতে গিয়ে বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক উত্তর গাজ্জার ২ কার্ডিওলজি বিশেষজ্ঞদের অন্যতম ছিলেন।

সূত্র: ইরান প্রেস

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img