রাশিয়া ফেডারেশনের জন্য নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত ও বিশেষ দূত মাওলানা গুল হাসান “হাসান” আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাওলানা গুল হাসান “হাসান” রাশিয়ায় আফগানিস্তানের দূতাবাসে কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক পরিচিতি সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন,
“আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী দূতাবাসের কার্যক্রম পরিচালনা করব পূর্ণ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়া ফেডারেশনের পক্ষ থেকে মাওলানা গুল হাসান “হাসান”-কে রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি প্রদানকে তারা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে যে, এই উদ্যোগের ফলে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।
সূত্র : আরটিএ









