বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

স্থায়ী যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

আমেরিকার মধ্যস্ততায় এমন একটি যুদ্ধবিরতি চায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, যা চূড়ান্তভাবে যুদ্ধের অবসান ঘটানোর দিকে এগিয়ে নেবে।

শুক্রবার (৪ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ কথা জানায় হামাস।

হামাস জানিয়েছে, তারা অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। আলোচনা শেষ হওয়ার পরে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া জানা যাবে।

ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২১ মাস পর, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ