শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

সিরিয়ায় হামলা চালিয়ে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে ইসরাইল: হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরাইল শুধু ফিলিস্তিনেই নয়, বরং লেবানন, সিরিয়া ও ইরানেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিন এসব কথা বলেন।

হাকান ফিদান বলেন, সিরিয়ায় যেটা হচ্ছে সেটা যদি থামানো না হয়, তাহলে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। ইসরাইলের এই হামলায় সিরিয়ার ভঙ্গুর শান্তিকে ধ্বংস করছে, যা মানুষ অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছিল।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইল এসব কর্মকাণ্ড জাতিগত বিভাজনকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল শান্তি চায় না, বরং সারা অঞ্চলে সহিংসতা ছড়িয়ে দিতে চায়।

তিনি আহ্বান জানান, নিরাপত্তা পরিষদ যেন একসঙ্গে কাজ করে সিরিয়াকে সহিংসতার পথে যেতে না দেয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img