রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জঙ্গি মামলার তীব্র নিন্দা পটিয়া মাদরাসার

ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জঙ্গি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক ও ছাত্রসমাজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক ও ছাত্রসমাজের পক্ষ থেকে বলা হয়, “আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশের ধর্মীয় ও চিন্তাগত পরিমণ্ডলে ইসলামের উপস্থিতিকে স্তব্ধ করে দিতে এবং দাঈ ও ইসলামপন্থী নাগরিকদের কণ্ঠরোধ করার এক ধারাবাহিক প্রয়াস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিগত শাসনামলে যেভাবে ভিত্তিহীন, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ‘জঙ্গি’ নাটকের মাধ্যমে আলেমদের হেয় প্রতিপন্ন করা হয়েছিল। আজ সেই একই কায়দায় নতুন করে একটি মহল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইসলামী ব্যক্তিত্বদের হেয় ও অপরাধী প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। দীনের অনুসারী, যারা দাঁড়ি রাখেন, টুপি পরিধান করেন, ইসলামী আদর্শে জীবন গড়তে চান—তাদেরকে পরিকল্পিতভাবে মৌলবাদী, উগ্রবাদী বা জঙ্গি হিসেবে চিত্রায়িত করা হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই— এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়ায় না, বরং একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। এটি মুসলিম যুবসমাজের মধ্যে গভীর অনাস্থা, শঙ্কা ও হতাশার জন্ম দেয় এবং সমাজে বিভাজন ও বিদ্বেষ তৈরি করে।”

প্রসঙ্গত, সম্প্রতি মুফতী মাওলানা রেজাউল করিম আবরার, লেখক ও গবেষক আসিফ আদনান ও জাকারিয়া মাসউদসহ একাধিক আলেম ও ইসলামী ব্যক্তিত্বকে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে মামলায় জড়ানো হয়। তাদের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ না থাকা সত্ত্বেও এমন একটি প্রচারণা চালানো হয়। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দেশের আলেম সমাজ ও তৌহিদী ছাত্র-জনতা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img