বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

বাঁশখালীতে এনসিপির প্রচারণায় বিএনপির হামলার অভিযোগ; মারধরে আহত দলটির উপজেলা সংগঠক

চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে হামলা ও এক সংগঠককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মারধরে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভির শিকদার আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জলদী এলাকায় এ হামলা চালানো হয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মারধরের অভিযোগ করেন। পরে তিনি বলেন, বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রার প্রচারণা চালানো হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় গিয়ে ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে সংগঠক তানভির শিকদারকে মারধর করেন।

তানভির শিকদার বলেন, জুলাই পদযাত্রা নিয়ে তারা প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন। তারা তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে গেছে।

তবে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন লেয়াকত আলী। তিনি বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। এই বিষয়টি আমি শুনি নাই।’ তবে তিনি বলেন, ‘আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যার যার বাড়িতে চলে গেছেন। কেউ যদি হামলার কথা বলে থাকে, এটি মিথ্যাচার।’

জানতে চাইলে বাঁশখালী থানা ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img