বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

নিরাপত্তা ও সেবা প্রদান ইমারাতে ইসলামিয়ার অন্যতম দায়িত্ব : মাওলানা হানাফী

নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সেবা প্রদান করা ইমারাতে ইসলামিয়ার অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী।

তিনি বলেন, “ইসলামি আমিরাত দেশের পুনর্গঠন, উন্নয়ন এবং জনগণের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাবে।”

ফারইয়াব প্রদেশের গারজিওয়ান জেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় মাওলানা হানাফী এসব কথা বলেন।

সাক্ষাতে গারজিওয়ান জেলার আলেম ও নেতৃবৃন্দ ইসলামি আমিরাতের দাফতরিক কর্মকর্তাদের ও মুজাহিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “ইসলামি আমিরাতের মাধ্যমে দেশের নিরাপত্তা, শান্তি ও সেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”

আলেম ও জননেতারা এই সময় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সড়ক নির্মাণ ও পানির বাঁধ তৈরির দাবি তুলে ধরেন।

জবাবে মাওলানা হানাফী বলেন, “আপনাদের যেসব দাবি উত্থাপন করা হয়েছে, বিশেষ করে সড়ক ও পানির বাঁধ নির্মাণসংক্রান্ত, এই বিষয়গুলো দেশের উন্নয়ন ও আবাদিতে বিশেষ গুরুত্ব বহন করে। ইনশাআল্লাহ, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এই সব খাতে যথাসাধ্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “জনগণের কল্যাণ নিশ্চিত করা কেবল আমাদের দায়িত্ব নয়, বরং এটি একটি ঈমানি দায়িত্ব হিসেবেও আমরা বিবেচনা করি।”

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img