রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

বেঁচে যাওয়া ৮ কোটি ২০ লাখ টাকা হাজীদেরকে ফেরত দিল সরকার

সৌদি আরবের মক্কা-মদিনায় এবারের পবিত্র হজ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজী। হজ শেষে সরকার তাদের কাছে বেঁচে যাওয়া ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের বিশেষ নির্দেশনায় এবারের হজ কার্যক্রম রেকর্ড সাফল্য অর্জন করেছে। সময়মতো হজ ফি পরিশোধ, মক্কার নিকটবর্তী বাসা ভাড়া, কম খরচে যাত্রা এবং সৌদি আরবে চিকিৎসা সুবিধা নিশ্চিত করায় এ সাফল্য এসেছে।

চলতি ২০২৫ সনে হজ প্যাকেজের মূল্য আগের বছরের চেয়ে ৭৩ হাজার টাকা কমানো হয়। এ বছর চালু হয় তিনটি নতুন সেবা- প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক চাপ না থাকায় এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এবার জনসেবা কার্যক্রমে গতি এসেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img