গাজ্জা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করেও ছোঁড়া হয় গুলি। এতে শহীদ হয়েছেন ৪০ ফিলিস্তিনি।
শনিবার (৯ আগস্ট) খাদ্য সহায়তার আশায় নেতজারিম করিডোরে ইসরাইল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে জড়ো হয় কয়েকশ’ ফিলিস্তিনি। এরপর তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে হতাহতের শিকার হয় অনেকে। আরও কয়েকটি জনবহুল এলাকায়ও হামলা চালিয়েছে দখলদার বাহিনীর সদস্যরা।
এদিকে গাজ্জায় অপুষ্টিতে মৃত্যু হয় আরও ১১ জনের। ২২ মাসে খাদ্যাভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। এদের মধ্যে ৯৮জন শিশু।
গাজ্জায় চলমান ইসরাইলি আগ্রাসনে প্রাণহানি ৬১ হাজার ছাড়িয়েছে। আহত দেড় লাখের বেশি।











