অবরুদ্ধ গাজ্জায় আল জাজিরার আরও ৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। গাজ্জা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত তাঁবুতে বর্বর হামলা চালিয়ে তাদের হত্যা করে দখলদাররা।
আজ সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, গাজ্জা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতরা হচ্ছেন, প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়।
আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে আখ্যা দিয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিককে হত্যা করেছে দখলদার সেনারা।









