ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আইনমন্ত্রী মাওলানা আব্দুল হাকিম শরয়ী বলেছেন, আফগানিস্তানের বর্তমান ইসলামিক ব্যবস্থা তুলনাহীন। গত দুই দশকে আফগানরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার লক্ষ্য ছিল শারিয়াহভিত্তিক ইসলামিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এখন আমরা সেই লক্ষ্য অর্জন করেছি।
কাবুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ধর্মীয় উলামাদের সনদ ও সম্মাননা প্রাদান অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হাকিম শরয়ী বলেন, আজও সবাইকে এই ব্যবস্থা রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং প্রয়োজনে যা কিছু আছে তা ছাড়া দিতে হবে।
তিনি বলেন, “পেশার পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান, শারিয়াহ এবং ব্যবস্থার পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যদি অঙ্গীকারবদ্ধ থাকি, ইসলামিক শিক্ষা, ধর্ম ও শাসনের মর্যাদা বজায় থাকবে; অন্যথায় সব মূল্য হারিয়ে যাবে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি দিন দিন উন্নতি হচ্ছে এবং উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তিনি পণ্ডিত ও সরকারি কর্মকর্তাদের সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
সূত্র:তোলো নিউজ











