তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজ্জাকে সহায়তার জন্য তুরস্ক সব করছে। তুরস্কের সব রাষ্ট্রীয় সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।
সোমবার (১১ আগস্ট) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, আমরা নেতানিয়াহু ও তার খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না।
তিন বলেন, ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় প্রায় ৬১,৫০০ জনকে হত্যা করেছে। এই সামরিক আগ্রাসন গাজ্জাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং মানবিক সংকট গভীরতর করেছে, যার মধ্যে রয়েছে ক্ষুধার্ত মৃত্যু, রোগবালাই ও জোরপূর্বক বাস্তুচ্যুত।
উল্লেখ্য, এবারের বক্তব্যে এরদোগান স্পষ্ট করেন যে, ইসরাইলের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং গাজ্জার মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।
সূত্র: ইয়েনি সাফাক











