বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতা করে ইরান

গত জুনে ইসরাইলের ও আমেরিকার সঙ্গে ১২ দিনের সংঘর্ষের সময় প্রায় ২১ হাজার সন্দেহভাজনকে ইরানি পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত ১৩ জুন থেকে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ নাগরিক নিহত হন। এরপর ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে। এ সময় রাস্তা-ঘাটে চেকপয়েন্ট ও ইরানের জনসাধারণের রিপোর্টভিত্তিক কড়াকড়ি নজরদারি চালানো হয়। সংঘর্ষ চলাকালে আমেরিকাও ইসরাইলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। ইরানি নাগরিকদের আহ্বান জানানো হয়, তারা যেন সন্দেহজনক আচরণকারীদের বিষয়ে তথ্য দেন।

পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোল মাহদি বলেন, জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা কোন অপরাধে সন্দেহভাজন ছিলেন। তবে তেহরান আগে বলেছিল, কিছু মানুষ ইসরাইলি হামলা পরিচালনায় সহায়ক তথ্য সরবরাহ করেছিল।

মুখপাত্র আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ