রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

বিদেশি মিশনে সরানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফে থেকে এখনো সরানো হয়নি চুপ্পুর ছবি

৭০টি বিদেশি মিশন ও দূতাবাস থেকে সরানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছবি।

আজ রোববার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফের ভেতরে পেশাদার কূটনীতিকদের জন্য যে আলাদা লাউঞ্জ রয়েছে, সেখানে রাষ্ট্রপতির ছবি দেখা যায়।

যদিও সম্প্রতি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যার অংশ হিসেবে ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশনের প্রধানরা জানিয়েছেন, তারা এখনো নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন এবং কার্যকর করতে শুরু করেছেন।

একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে আমাদের টেলিফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে হবে। লিখিতভাবে কিছু আসেনি, তবে আমরা অন্য মিশনগুলোতেও তা জানাচ্ছি।”

আরেক কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যিনি দায়িত্বে আছেন, তিনি সরাসরি জানাননি। তার পক্ষে কাছাকাছি আরেকটি মিশনের রাষ্ট্রদূত আমাদের নির্দেশ দিয়েছেন।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img