আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জাপানকে আহবান জানিয়েছেন আফগান অর্থমন্ত্রী কারী দীন মোহাম্মদ হানিফ।
তিনি বলেন, “জাপানের উচিৎ ইমারাতে ইসলামিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া। রাশিয়ার স্বীকৃতি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উপকার এনেছে।”
জাপানের এনএইচকে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহবান জানান।
আফগান অর্থমন্ত্রী আরও বলেন, “রাশিয়া এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। আমরা আশা করি, তারা আফগানিস্তানে বিনিয়োগ ও বিপুল খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে সহযোগিতা আরও গভীর করবে।”
তিনি বলেন, “আমি জাপানি কোম্পানিগুলোকে আফগানিস্তানে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানাচ্ছি। বর্তমানে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত।”
নারীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক সমালোচনার জবাবে তিনি বলেন, “নারীদের অধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। আফগানিস্তানের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধকে অবশ্যই সম্মান করতে হবে।”
তিনি আরও বলেন, “আমেরিকা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশ নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে সমালোচনা করছে। তবে আমাদের নীতি আমাদের সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতেই গড়ে উঠেছে।”
সূত্র : আরিয়ানা নিউজ