খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে মাওলানা রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা ওসমান গনি, সাধারণ সম্পাদক মাওলানা শামীম হোসেন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
এই সময় উপস্থিত ছিলেন, হেফাজত ইসলামের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিছবাহ, প্রচার সম্পাদক মাওলানা নূরুল কবির আরমান প্রমুখ।