গাজ্জা দখলের জন্য ৬০,০০০ রিজার্ভ সৈন্য নামাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২০ আগস্ট) ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়ানি সাফাক।
এক প্রতিবেদনে ইসরাইলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, এই সিদ্ধান্ত এসেছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল ক্যাটজের গাজ্জা শহর দখলের পরিকল্পনা অনুমোদনের পর। গাজ্জা অঞ্চলে বর্তমান অবনস্থান করা নিয়মিত সৈন্যদের মেয়াদও বাড়ানো হবে।
ইসরাইলি সেনা রেডিওর মতে, এই প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সৈন্যের সংখ্যা মোট ১,৩০,০০০ হবে। যা একটি দীর্ঘ যুদ্ধ বা কয়েক মাস ধরে চলবে। এমনকি ২০২৬ পর্যন্তও চলতে পারে।
ইয়েদিওথ আহোরনাথ দৈনিক জানায়, সেনাদের মোবিলাইজেশন সেপ্টেম্বর ২ থেকে শুরু হবে, এবং দখল পরিকল্পনা আসন্ন দিনে কেবিনেটে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ৮ আগস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কেবিনেট গাজ্জা দখলের একটি অনুমোদন করে। যা ধাপে ধাপে পুরো গাজ্জা অঞ্চল দখল করবে এবং এর শুরুটা হবে গজ্জা শহর থেকে।
সূত্র: ইয়ানি সাফাক











