রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ঢাকায় ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২আগষ্ট) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ হবে স্বৈরাচার, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত। এই লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে। সরকার আসে যায় কিন্তু নীতির পরিবর্তন হয় না। তাই ইনসাফপূর্ণ দেশ গড়তে হলে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই। নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে কওমি ছাত্রসমাজের নিঃস্বার্থ ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, সেই সাথে কওমি সনদকে কার্যকর করতে জোর দাবি জানান।

কেন্দ্রীয় সভাপতি বিএম আমীর জিহাদীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সচিব শহিদুল্লাহ শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্যগঠন সচিব অলি উল্লাহ আরজু, সহ সভাপতি তারেকুল ইসলাম, সদস্য মুহিউদ্দীন খান ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।

সভা শেষে জুলাই অভ্যুত্থানের বীর শহীদানের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img