রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার

বাংলাদেশ সফররত পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমকে জানান, রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে পৌঁছাবেন ইসহাক দার।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। ফলে ইসহাক দারের এ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি সরকারের শীর্ষ উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সফরে সর্বোচ্চ ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় আলোচনায় আসতে পারে। বাণিজ্য, বিনিয়োগ, কনস্যুলার সেবা, বিমান যোগাযোগ, শ্রমবাজার ও প্রতিরক্ষা সংলাপসহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে গুলশানের বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বিভিন্ন সময়ে দেশি-বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক নেতারা তার খোঁজখবর নিয়েছেন। এবার পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকে বিএনপি নেতারা মানবিক এবং কূটনৈতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পৌঁছান। তার দুই দিনের এ সফরে রাজনৈতিক ও কূটনৈতিক দিক ছাড়াও মানবিক বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img