শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

হুথিদের পর ভবিষ্যতে তাদের সন্তানদের ওপরও হামলা চালিয়ে যাব: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

হুথিদের পর ভবিষ্যতে তাদের সন্তানদের ওপরও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

সম্প্রতি, ইয়েমেনের রাজধানী সানায় চালানো ইসরাইলি হামলার পর তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় একাধিক বিমান হামলা চালিয়ে অন্তত ৬ জনকে হত্যা করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ হামলায় আহত হয়েছেন আরও ৮৬ জন। যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলা সম্পর্কে দখলদার ইসরাইলি সেনারা জানায়, সাম্প্রতিক সময়ে হুথিরা ইসরাইলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাব হিসেবেই এ হামলা করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্ট প্রাসাদসংলগ্ন একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র।

হামলার পরপর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ইসরাইলের ভূখণ্ডে নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য হুতিদের বহুগুণ মূল্য দিতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আজ আমরা হুতিদের উপর অন্ধকার নামিয়ে এনেছি এবং ভবিষ্যতে তাদের সন্তানদের ওপরও আঘাত হানা হবে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img