বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে: রিজভী

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পেছালে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না। এটা তো শেখ হাসিনারই সুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না, এতে উগ্রপন্থা আবার ফিরবে।’

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি নেতা রিজভী বলেন, সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছেন সংখ্যানুপাতিক নির্বাচনের। পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন ভালো কথা। কিন্তু পিআর না হলে নির্বাচনে যাবেন না, এই শর্ত দেন কেন? চৌদ্দটি ইউনিভার্সিটি দখল করেছেন, এসব ইউনিভার্সিটির ভিসি আপনাদের। বিএনপি যদি সরকার গঠন করে, সেখানে আপনাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। এই ভয়ে এখন শর্ত দিয়ে নির্বাচন পেছানোর তালবাহানা করছেন?

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, জেল-জুলুমের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছে; আর আপনারা (জামায়াত) এসে বলছেন আপনারা যা বলবেন তা না মানলে নির্বাচনে যাবেন না। আপনারা নির্বাচন পেছানোর টালবাহানা করছেন আর ওইদিকে ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে।’

দিল্লি সরকার ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে তারা বাংলাভাষী মানুষকে বাংলাদেশে পুশআউট করছে, অন্যদিকে শেখ হাসিনাকে জামাই আদরে রাখছে। এটা স্পষ্টতই ইন্ডিয়ার দ্বিচারিতা।

রিজভী আরও বলেন, দেশের সব ব্যাংক এস আলমকে দেওয়ার চুক্তি করেছে শেখ হাসিনা। তারা আড়াই হাজার কোটি টাকা দিয়েছে, আরো দুই হাজার কোটি টাকা আওয়ামী লীগকে দেবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছেই। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে ভিডিও কলে কথা বলছে, দেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে নির্বাচন পেছানোর তালবাহানা দেশের ক্ষতি করা ছাড়া কিছু নয়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img