বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

পাকিস্তান সমস্যার সমাধান না করে আফগানিস্তানের ওপর দায় চাপাচ্ছে : আফগান প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান নিজেদের নিরাপত্তা বাহিনীর দুর্বলতা আড়াল করার জন্য আফগানিস্তানের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ জোর দিয়ে বলেন, পাকিস্তানে যেসব হামলা হয় সেগুলো দুরান্ড লাইনের শত শত কিলোমিটার ভেতরে ঘটে এবং এর সঙ্গে আফগানিস্তানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।

তিনি বলেন, “যদি তারা (তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোদ্ধারা) আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তানের গভীরে ভেতরে চলে যায়, তবে কেন তাদের সেখানে থামানো হয় না? তাদের থামাতে ব্যর্থ হওয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অথচ এটার সমাধান করার পরিবর্তে পাকিস্তান অন্যায়ভাবে আফগানিস্তানকে দোষারোপ করে।”

মাওলানা মুজাহিদ উভয় পক্ষকে পারস্পরিক দোষারোপ ও প্রোপাগান্ডার ঊর্ধ্বে উঠে সৎ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে কার্যকর সমাধান খোঁজার আহ্বান জানান।

তিনি বলেন, “একজন আরেকজনকে দোষারোপ করার বদলে বাস্তবতাকে স্বীকার করা, একসাথে কাজ করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এই চ্যালেঞ্জগুলোর সমাধান করা উত্তম।”

তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন কাবুল ও ইসলামাবাদের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে। তিনি সতর্ক করে বলেন, চলমান এই টানাপোড়েন কোনো দেশের জন্যই লাভজনক নয়।

তিনি বলেন, “আমরা কখনোই চাই না পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকুক। এ ধরনের বৈরিতা পাকিস্তান বা আফগানিস্তান, কোনো দেশের পক্ষেই কল্যাণকর নয়। আমরা সবসময় চেষ্টা করি তাদের সঙ্গে ভালো সহযোগিতা বজায় রাখতে, প্রতিটি বিষয়ে প্রতিবেশীর অধিকারকে সম্মান করতে। দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই। আমি এই পরিস্থিতিতে খুশি নই এবং আশা করি আমরা ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে পারব এবং বিদ্যমান সমস্যার সমাধান খুঁজে পাব।”

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img