সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে আব্দুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে সর্বশেষ পতাকা বৈঠক বসেন বিজিবি ও বিএসএফ।
বৈঠক শেষ বিএসএফ জানায়, নিহত যুবক আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে তারা। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্থানীয় পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন সীমান্ত এলাকায় যান। বিকেল ৪টার দিকে বিএসএফ গুলি করলে একজন মারা যায়। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। দীর্ঘ সময় লাশ ঘটনাস্থলে পড়েছিল। ওই দিন আবদুর রহমানের সঙ্গে আরও চারজন আহত হন। তারা হলেন– একই এলাকার জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানিয়েছেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। সন্ধ্যা পর্যন্ত লাশ বুঝে পায়নি পুলিশ। স্থানীয় দনা ক্যাম্প কমান্ডার গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
নিহত যুবক আব্দুর রহমান (৩০) কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।









