মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

চীন-ভারতের পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত মোদির

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোদি কৈলাশ মানস সরোবর যাত্রা ও ভারত-চীনের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ পরস্পরের সহযোগিতার সঙ্গে জড়িত, যা মানবতার সার্বিক কল্যাণের পথও প্রশস্ত করবে।’

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের তথ্য জানায় এনডিটিভি।

মোদি বলেন, সীমান্তে উত্তেজনা কমার পর এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা সম্পর্ক উন্নয়নে সহায়ক। তিনি দুই দেশের সম্পর্ককে ‘পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img