প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূলত নির্বাচন নিয়ে আলোচনা করতেই বিএনপিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি আমাদের ডেকেছিলেন যে, নির্বাচন সঠিক সময়ে হবে। এ ব্যাপারে কোনোরকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত না।
আজ রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী হবে, প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন। তিনি বিএনপির সাথে একমত বলেও জানান বিএনপির সিনিয়র এ নেতা।











