বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরা জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদীর নেতৃত্বে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
বিকালে শহরের আমতলা মোড়ে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তারা বাস ও মাইক্রোবাসযোগে ঢাকার পথে যাত্রা শুরু করেন। এসময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাস ও মাইক্রো যোগে যাত্রা শুরু করেন।











