রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ইসরাইলকে থামাতে ব্যর্থ হয়েছে ইউরোপ: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধ থামাতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি বলেন, এতে ইউরোপের বৈশ্বিক গ্রহণযোগ্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইসরাইলি যুদ্ধ বন্ধে ইউরোপের ভূমিকা প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, নিঃসন্দেহে এটা তাদের ব্যর্থতা। এটাও সত্য যে, ইসরাইলকে প্রভাবিত করার সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্র বিভক্ত।

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, আমার মতে এটা গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতি একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে কালো অধ্যায়।

গাজ্জায় ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন সানচেজ। তিনিই প্রথম ইউরোপিয় নেতা; যিনি গাজ্জায় ইসরাইলের অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছিলেন।

সূত্র: আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img