সোমবার, মে ১৯, ২০২৫

ভ্যাকসিনবিরোধীদের সঙ্গে ডাচ পুলিশের সংঘর্ষ

spot_imgspot_img

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে লকডাউন ও ভ্যাকসিনবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভ সামাল দিতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

করোনায় লকডাউন ও ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুই হাজারের মতো বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন আমস্টারডামে।

ভ্যান গখ মিউজিয়ামের সামনের চত্বরে বিক্ষোভে জড়ো হন তারা। অনেকের হাতে ধরা পোস্টারে লেখা ছিল– ‘কোভিড ভ্যাকসিন=বিষ’। সরকার যে করোনা ঠেকাতে কড়া লকডাউন চালু করেছে, তারও প্রতিবাদ জানাচ্ছিলেন তারা।

বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব রাখেননি। তাদের মুখে মাস্কও ছিল না।

আমস্টারডাম নগর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জানিয়ে দিয়েছিলেন, বিক্ষোভ করতে হলে ওয়েস্টারপার্ক এলাকায় যেতে হবে এবং সেখানে ৫০০ জনের বেশি বিক্ষোভকারী থাকতে পারবেন না।

নেদারল্যান্ডসে গত ডিসেম্বর থেকেই সব স্কুল-কলেজ বন্ধ। সম্প্রতি লকডাউনের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র- ডয়েচে ভেলে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img