শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশের প্রথম ভোট চোর শেখ মুজিব: শামসুজ্জামান দুদু

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি, ভেঙেছে তার বাপ এবং বাংলাদেশের প্রথম ভোট চোর ও ব্যাংক ডাকাত শেখ মুজিব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা-আমরা বলি শেখ হাসিনা করেছে। কথাটা সত্য না। এটা তার বাপ (শেখ মুজিব) করেছে। সে হলো তার সন্তান এবং সে পিতার উত্তরসূরি যে খন্দকার মোশতাককে জেতানোর জন্য হেলিকপ্টারে কুমিল্লা থেকে ঢাকায় ব্যালট বাক্স এনেছিল। এদেশের প্রথম ভোট চোর শেখ মুজিব।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়াও শেখ কামালের ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, এদেশের প্রথম ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল। আর সেটি করেছেন শেখ মুজিবের অনুপ্রেরণায়। এই যে আপনারা (ব্যাংকারদের উদ্দেশ্যে) ডাকাতির মুখোমুখি পড়েছেন না? এটা শেখ হাসিনা করেছে। আর সেটা করেছেন শেখ মুজিবের পদ্ধতি অনুসরণ করে।

এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা যা দেখিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তার ফাঁসি হওয়া উচিত। গণহত্যার দায়ে তার ফাঁসি হওয়া উচিত। ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। দেশটাকে শেখ হাসিনা ফোকলা বানিয়ে দিয়ে গেছে। যেকোনোভাবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিচার করে তার সাজা কার্যকর করতে হবে। এর কোনো বিকল্প নাই।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img