শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

বিএনপির মধ্যে কোনো দুর্নীতি নেই: দুদু

বিএনপির মধ্যে কোনো লুটপাট ও দুর্নীতি নেই বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, জনগণ সব সময় বিএনপির সঙ্গেই আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ১৯৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচন ছিল দিনের ভোট রাতে করার নমুনা। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে।

তিনি বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল আরেকটি কালো সময়। রক্ষীবাহিনী গড়ে তুলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। শেখ পরিবার হলো লুটেরা আর খুনিদের পরিবার।

দুদু বলেন, হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন। মনে করছেন, ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img