বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না: পাটোয়ারী

দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন পেছানো বা হতে না দেওয়ার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা চায় দেশ অস্থিতিশীল হোক বা নির্বাচন পেছাক, যাতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়। আমরা সেই সুযোগ কাউকে দিতে চাই না। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা করতে আজ এ বৈঠক করা হয়েছে।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা আরও বাড়াতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি।’

পাটোয়ারী জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেছে এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে কমিশন এনসিপিকে আশ্বস্ত করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু আশঙ্কার বিষয় তারা নির্বাচন কমিশনের নজরে এনেছেন, যাতে কমিশন সেগুলো বিবেচনায় নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারে। পাশাপাশি মনোনয়ন দাখিল ও প্রত্যাহারের যে সময়সূচি দেওয়া হয়েছে, তা পুনর্বিন্যাস করা যায় কি না- সে বিষয়েও কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিয়ম লক্ষ্য করা গেছে, যা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করলে আঞ্চলিক অফিসগুলোকে সঠিক ও কার্যকরভাবে কাজে লাগানো গেলে একটি সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব হবে।’

রাজনৈতিক জোট ও নির্বাচনী প্রতীক প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে এবং এ জোটে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক অবস্থানে নেয়ার জন্য কাজ করছি। তবে জোটে থাকলেও এনসিপি নিজস্ব প্রতীক ‘শাপলা কলি’তেই নির্বাচন করবে। আমাদের যদি কারো সঙ্গে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয় আমরা শাপলা কলিতে নির্বাচন করবো সেটা বরাবরই আমরা স্পষ্ট করেছি।

এর আগে, বেলা পৌনে বারোটার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রার্থী ও দলের আচরণবিধি প্রতিপালন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার, গণভোটের প্রচার এবং প্রবাসী ভোটার নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এনসিপির প্রতিনিধিদের আশ্বস্ত করেন। কোথাও কোনো ধরনের অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img