হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক নয় বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।
তিনি বলেন, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি, শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয়। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়। এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা ২৪ এ বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না, সেটা আমার ভয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের তার নিজ বাসভবন সোনার বাংলাতে তিনি এসব কথা বলেন।
কাদের আরও সিদ্দিকী বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি। আর এখন আমার ৮০ বছর বয়স। এখন আমি চলে যেতে পারলে আরও খুশি।