পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের কাউন্সিল ও নসিহা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী জুবায়ের রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দীন রব্বানী।
এতে আরও বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদর পেশ ইমাম মুফতী মুহিবুল্লাহিল বাকী আন-নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমিন সাদী, ড. মুফতী জাকারিয়া নুর, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী তাওহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “ইসলামী সমাজ ব্যবস্থায় ইমাম ও খতিবগণ কেবল নামাজের নেতৃত্বদানকারীই নন; বরং তারা হলেন সমাজের নৈতিক দিশারি, আত্মিক পথপ্রদর্শক এবং সংস্কার আন্দোলনের পুরোভাগের নেতৃত্বদানকারী। বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয়, পারিবারিক টানাপোড়েন, ধর্মীয় বিভ্রান্তি এবং সামাজিক অনৈক্য দেখা যাচ্ছে, তা প্রতিরোধে ইমাম ও খতিবদের সুদৃঢ় ভূমিকা পালন করা অপরিহার্য। তারা প্রতিদিন মসজিদের মাধ্যমে মানুষের হৃদয়ে সরাসরি সংযোগ স্থাপন করেন, যা দাওয়াত, শিক্ষা ও সমাজগঠনের অন্যতম কার্যকর মাধ্যম।”
ইমাম-খতিবদের সংগঠনের প্রয়োজনীয়তার বিষয়ে বক্তারা বলেন, ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জাতীয় ও স্থানীয় পর্যায়ে ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করার জন্য এবং ধর্মীয় সম্প্রীতি ও সঠিক আকিদার প্রচারে ঐক্যবদ্ধ প্রয়াসের জন্যই ঐক্যবদ্ধ প্লাটফর্ম। দেশের প্রতিটি মসজিদের ইমাম-খতিবদের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মূলনীতি ভিত্তিক সংগঠন গঠন সময়ের দাবি।
উল্লেখ্য, সভায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন পুরানা পল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা ড.আবদুর রশিদ।
এতে সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানি, কার্যনির্বাহী সভাপতি মুফতী তাওহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু সালেহ সলিমুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা ওমর ফারুক কুতুবী, সিনিয়র সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা ছালমান হোসাইন আযহারি, সহ সভাপতি মাওলানা আতিকুল্লাহ, সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী জুবায়ের রশীদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আল হাবিব, সহ সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহ অর্থ সম্পাদক মাওলানা আমির হোসাইন আব্দুল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা মোঃ রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী ওবায়দুল্লাহ নাঈম, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক-১ মাওলানা খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক-২ মাওলানা মনির হোসাইন, প্রচার সম্পাদক-৩ মুফতী আনোয়ারুল হক, দপ্তর সম্পাদক আবু মুহাম্মাদ রেজাউল করীম, সহ দপ্তর সম্পাদক মাওলানা সোলাইমান হোসাইন, কার্যকরী সদস্য মাওলানা ছানাউল্লাহ, হাফেজ আব্দুল আজীজ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা শরীফুদ্দীন, মাওলানা আতাউল ইসলাম, মাওলানা ইয়াসিন, মাওলানা ওয়াসেল আহমেদ মুরাদ, মাওলানা দেলাওয়ার হোসেন এবং মাওলানা আযীযুর রহমান।