বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের বলেছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়, এই নির্বাচন মূলত ছাত্রদল-শিবিরের মধ্যে হিসাব-নিকাশ ও ক্ষমতার ভাগাভাগি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল কাদের বলেন, সাদিক কায়েম (ছাত্র শিবিরের ভিপি প্রার্থী) ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে মেকানিজম করেছে আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে।
তিনি বলেন, আমরা আগে থেকেই বলেছি, এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অথর্ব এবং নতজানু কমিশন। এরা দুইভাগে বিভক্ত, একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করেছে, অন্যটি শিবিরের। প্রচারণা থেকে মনোনয়নপত্র পর্যন্ত তারা অনেক বিধিনিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।