শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

দোহায় ইসরাইলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংহতি জানাতে পাক প্রধানমন্ত্রী এখন কাতারে

দোহায় ইসরাইলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংহতি জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন কাতারে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার কাতার সফরের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামাস নেতাদের হত্যা করতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে দোহায় সন্ত্রাসী হামলা চালানোর বিরুদ্ধে কাতারের প্রতি সংহতি জানাতে দেশটির রাজধানীতে গিয়ে পৌঁছেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

তিনি কাতারের আমীর শেখ তামিম বিন হাম্মাস আলে সানীর সাথে সাক্ষাত করবেন এবং দেশটির প্রতি ইসলামাবাদের সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবেন।

এছাড়া বিকালে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের জানাযায়ও অংশগ্রহণ করবেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, কুয়েত, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের পর পাকিস্তানের শাহবাজ শরীফই এখন পর্যন্ত সর্বশেষ ব্যক্তি, যিনি কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় গিয়েছেন। এছাড়া কিছুক্ষণ পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানও সংহতি প্রকাশে দেশটিতে সফর করতে পারেন বলে প্রবল গুঞ্জন শুনা যাচ্ছে।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএতে জানানো হয়, ৯ আগস্ট ইসরাইলের সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের আজ বিকালে জানাযা অনুষ্ঠিত হবে।

রাজকীয় জামে মসজিদ শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাবে জানাজা ও মুসাইমির কবরস্থানে শহীদদের দাফন করা হবে।

শহীদদের মধ্যে কাতারের ল্যান্স-কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল-দোসারিও রয়েছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img