রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

কাতারে ইসরাইলের হামলা; আমেরিকাসহ নিরাপত্তা পরিষদের নিন্দা

কাতারের রাজধানী দোহায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে জরুরিভাবে আয়োজিত বৈঠকে পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকাও এ বিবৃতির সঙ্গে একমত হয়েছে।

বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানিয়ে পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় দেশগুলো। তবে বিবৃতিতে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি। এতে গাজ্জায় যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তির বিষয়েও চাপ প্রয়োগ করা হয়।

এর আগে মঙ্গলবার, কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরাইল। এতে প্রাণ হারান কমপক্ষে ছয়জন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img