ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বিশাল জনসমাবেশ করেছে দেশটির লাখ লাখ মানুষ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।
সমাবেশে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সমাবেশে তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা যায়।
গাজ্জায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয় ইয়েমেন। দুই দেশের মধ্যে হামলারও ঘটনা ঘটে। প্রায় প্রতি সপ্তাহেই গাজ্জায় যুদ্ধবিরতির জন্য মিছিল করে ইয়েমেনবাসী।