ইসরাইল রক্ত খেয়ে বেঁচে থাকে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, ইসরাইল দস্যুবৃত্তিকে এক অনন্য স্তরে নিয়ে গিয়েছে। আমরা এমন সন্ত্রাসীদের প্রত্যক্ষ করছি, যারা রক্ত খেয়ে ও বিশৃঙ্খলার উপর বেঁচে থাকে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরাইলের সন্ত্রাসী হামলার জেরে কাতারে আয়োজিত এক জরুরী শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন।
সম্মেলনে অংশ নেওয়া আরব ও মুসলিম দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমাদের অবশ্যই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা বাড়াতে হবে এবং তাদের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করতে হবে। সেই উপায় ও সামর্থ্য মুসলিম বিশ্বের কাছে রয়েছে।
এছাড়াও বলেন, এটা অস্বীকার করা যায় না যে নেতানিয়াহু সরকারের লক্ষ্য হলো ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও গণহত্যা চালিয়ে যাওয়া এবং একই সঙ্গে অঞ্চলে অস্থিরতা তৈরি করা। আমাদের অবশ্যই তাদের প্রতিহত করতে হবে।
তুরস্ক সর্বদা তার বন্ধু ও ভ্রাতৃপ্রতিম মিত্র কাতারের পাশে থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের শীর্ষ সম্মেলনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, কাতারের প্রতি পুরো মুসলিম বিশ্বের সমর্থন রয়েছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার সফরসঙ্গীরা এর আগে কাতারের উদ্যোগে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটির রাজধানীতে গিয়ে পৌঁছলে দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আলে সানি, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দোহায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা গোকসু সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
তুরস্কের ফার্স্ট লেডি বা এরদোগানের স্ত্রী আমিনা এরদোগান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান ইবরাহীম কালিন, প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ কাগাতাই কিলিচ, যোগাযোগ পরিচালক বুরহানুদ্দীন দুরান এবং রাজনৈতিক দল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান খালিদ এরবাকান সফরসঙ্গী হিসেবে এসময় তার সাথে ছিলেন।
সূত্র: ডেইলি সাবাহ