হুথিদের ২য় সর্বোচ্চ নেতা আব্দুল মালেক আল হুথিকে হত্যা ও ইয়েমেন দখলের হুমকি দিয়েছেন গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ্যে তিনি এই হুমকি দেন।
পোস্টে তিনি লিখেন, আল হুথিকে জাহান্নামের গভীরে পাঠানো হবে এবং হুথি মিলিশিয়ারা রাজধানী সানার উপর তাদের নিয়ন্ত্রণ হারাবে।
এছাড়াও তিনি লিখেন, আব্দুল মালেক আল হুথি, তোমার সময় ঘনিয়ে আসছে। তোমাকে তোমার সরকারের পূর্ণাঙ্গ সদস্যদের সাথে দেখা করতে পাঠানো হবে, যারা এখন জাহান্নামের গভীরে তোমার জন্য অপেক্ষারত। মন্দের অক্ষের নির্মূল হওয়া সকল সদস্যদের সাথে তোমার দেখা হবে।
ইয়েমেন দখল প্রসঙ্গে তিনি লিখেন, ‘ইসরাইলের মৃত্যু ও ইহুদিদের উপর লানত’ লেখা হুথি পতাকা অচিরেই ইসরাইলী নীল-সাদা ও দাউদী তারকা খচিত পতাকা দ্বারা প্রতিস্থাপিত হবে এবং তা ঐক্যবদ্ধ ইয়েমেনের রাজধানীর উপর উড়বে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সমর্থনে ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত রাখায় আগস্টের শেষ দিকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমাদ আর-রাহাবি ও ৯ জন মন্ত্রী সহ হুথিদের ২২ জন শীর্ষ নেতাকে হত্যা করে। তাদের দিকেই ইঙ্গিত করে কাটজ তার হুমকি মূলক বার্তায় লিখেছেন যে, “তোমাকে তোমার সরকারের পূর্ণাঙ্গ সদস্যদের সাথে দেখা করতে পাঠানো হবে, যারা এখন জাহান্নামের গভীরে তোমার জন্য অপেক্ষারত।”
উল্লেখ্য, আব্দুল মালেক আল হুথি একজন ইয়েমেনী রাজনীতিক এবং হুথিদের সশস্ত্র শাখা আনসারুল্লাহর ২য় সর্বোচ্চ নেতা। সৌদি প্রতিবেশী রাষ্ট্রটির ক্ষেপণাস্ত্র পুনরায় সরাসরি ইসরাইলে গিয়ে আঘাত হানায়, অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী ও পৈশাচিক প্রতিরক্ষামন্ত্রী তাকে হত্যার ও ইয়েমেন দখলের হুমকি দেন।
সূত্র: আল জাজিরা