মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ইয়েমেনের ড্রোনের আঘাতে কেঁপে উঠলো ইসরাইলের রিসোর্ট ও বন্দর

ইয়েমেনের ড্রোনের আঘাতে কেঁপে উঠেছে মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রিসোর্ট ও বন্দর নগরী ইলিয়াত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) অবৈধ রাষ্ট্রটির এক বিবৃতিতে একথা জানানো হয়।

ইসরাইলী সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ পূর্বে ইয়েমেন থেকে কয়েকটি ড্রোন আমাদের রিসোর্ট ও বন্দর নগরী ইলিয়াতে আঘাত করেছে। এর পূর্বে সতর্ক সাইরেন বেজে উঠায় আমরা তা প্রতিহতের চেষ্টা করেছিলাম।

এছাড়াও জানানো হয় যে, উদ্ধারকারীদের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তারা আহতদের উদ্ধারের চেষ্টা করছেন।

ইসরাইলী জনগণকে উদ্দেশ্য করে এতে আরো বলা হয়, হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক ও ভবিষ্যতে জারি করা নির্দেশনাগুলো গুরুত্বের সাথে মেনে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে।

হামলার বিষয়ে ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি, যারা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সমর্থনে ৭ অক্টোবরের পর থেকে ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img