শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

স্বৈরাচারের সংসদ সদস্য সেলিমের বাসা ঘিরে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক স্বৈরাচারের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে অভিযান যৌথবাহিনীর। পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক স্বৈরাচারের সংসদ সদস্য সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে এর বেশি তথ্য অভিযান সম্পর্কে আমাদের কাছে নেই।

অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img