রবিবার | ২৮ সেপ্টেম্বর | ২০২৫

ইসির সংলাপে ক্ষোভ প্রকাশ করেছেন রাশেদা কে চৌধুরী

জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী।

তিনি বলেন, দেশের ৫১ শতাংশ জনগোষ্ঠী নারী হলেও তাদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসন রাখার চিন্তা করা হচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

রাশেদা কে চৌধুরী বলেন, ৫৫ বছর পরও নারীদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। এটা মেনে নেওয়া যায় না। আমাদের ন্যূনতম দাবি—৩৩ শতাংশ আসন নারীদের জন্য নিশ্চিত করা।

তিনি আরও বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা সমাজের প্রতিটি স্তরে অবদান রাখছেন। অথচ রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণকে প্রান্তিকভাবে দেখছে। তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, নারীদের যথাযথ মর্যাদা দিয়ে ভোটের আগে, চলাকালে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়েও গুরুত্বারোপ করে রাশেদা কে চৌধুরী বলেন, প্রবাসীদের সন্তানরা পড়াশোনার জন্য দেশে থাকে। তাদের নিরাপত্তা ও অংশগ্রহণও গুরুত্ব দিতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img