শনিবার | ৪ অক্টোবর | ২০২৫

টিআরটির ফ্রিল্যান্স ফটোসাংবাদিককে হত্যা করল ইসরাইল

তুর্কি সংবাদমাধ্যম টিআরটির ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ইয়াহিয়া বারজাককে হত্যা করেছে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (১ অক্টোবর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনে টিআরটির ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ইয়াহিয়া বারজাককে হত্যা করেছে ইসরাইল। মঙ্গলবার ভোরে অবৈধ রাষ্ট্রটির এক বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন।

টিআরটির মহাপরিচালক প্রফেসর ড. মেহমেত জাহিদ সোবাচি এই ফিলিস্তিনি ফটোসাংবাদিকের শাহাদাত প্রসঙ্গে বলেন, আমরা গভীরভাবে শোকাহত। কেননা গাজ্জায় টিআরটির হয়ে কর্মরত আমাদের সহকর্মী ইয়াহিয়া বারজাক ইসরাইলের নৃশংস হামলায় শহীদ হয়েছেন। আল্লাহ পাক তার উপর রহম করুন।

এছাড়াও বলেন, সাংবাদিকদের হত্যা করে ইসরাইল নিজেদের মানবতাবিরোধী জঘন্য অপরাধ গোপন করতে পারবে না। আজ হোক বা কাল, শীঘ্রই প্রতিটি রক্তের ফোঁটার জন্য তাদের জবাবদিহি করতে হবে।

তুর্কি পাবলিক ব্রডকাস্টার বারজাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসরাইল কর্তৃক সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে।

অপরদিকে গণমাধ্যম অধিকার বিষয়ক গোষ্ঠীগুলো বরাবরের ন্যায় সতর্ক করে অভিযোগ করছে যে, ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অক্টোবর ২০২৩ এ গাজ্জায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক সাংবাদিককে হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গাজ্জা গণহত্যা শুরুর পূর্বে ইয়াহিয়া বারজাকের ছবির বিষয়বস্তু ছিলো নবজাতক ও শিশুরা। কিন্তু গণহত্যা শুরু পর থেকে তিনি ফটোসাংবাদিকতায় ঝুঁকে পড়েন। তার ছবির বিষয়বস্তু হয়ে উঠে, গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার, মৃত্যু ইত্যাদি। তিনি হয়ে উঠেন গাজ্জার অন্যতম কণ্ঠস্বর। ছবির মাধ্যমে তিনি গাজ্জার ভয়াবহ পরিস্থিতি ও ইসরাইলী নৃশংসতার চিত্র তুলে ধরতে থাকেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img